বিশ্বের ১০০ দেশের ৫০০ বিদেশি সহ লক্ষাধিক ভক্তকে নিয়ে শুরু হয়েছে মায়াপুর ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: রবিবার ৩,মার্চ :: বিশ্বের ১০০ দেশের ৫০০ বিদেশি সহ লক্ষাধিক ভক্তকে নিয়ে শুরু হয়েছে মায়াপুর ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৫ দিন ব্যাপী শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব তিথি উৎসব চলবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে।

আজ থেকে শুরু হলো নবদ্বীপ মন্ডল পরিক্রমা। ইসকনের অসংখ্য দেশী ও বিদেশী ভক্তরা নবদ্বীপের নয়টি জায়গায় স্থল পথ এবং জলপথে এই পরিক্রমায় অংশ নিয়েছেন। হরে কৃষ্ণ আন্দোলনকে বিশ্বভাবে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়ে এসে ইসকন আর তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে ইসকন ডাক দিয়েছেন এই অনুষ্ঠানে।

আগামী ১৪ মার্চ তিনটি পৃথক খোলা মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আবির্ভাব প্রীতি উপলক্ষে সম্পন্ন হবে মহা অভিষেক অনুষ্ঠান। তাই উৎসবমুখর ইসকন মায়াপুর এখন যেন মিনি ওয়াল্ডে পরিণত হয়েছে

সমস্ত দেশের দেশী ও বিদেশি ভক্তদের আগমন ও উপস্থিতিতে। এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, প্রায় ৩৫ দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে নদিয়ার মায়াপুর ইসকনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =