সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৮,জানুয়ারি :: দার্জিলিং এর চা স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে এই চায়ের। বিশ্ব চা এর বাজারে সদা সর্বদা বন্দিত হয় দার্জিলিং চা । তবে দুর্ভাগ্যজনক এই বছরে দার্জিলিং চা উৎপাদন এক ধাক্কায় অনেকটাই কম হয়েছে। ৫০ বছরের মধ্যে এত কম উৎপাদন হয়নি। উল্লেখ্য ২০১৭ সালের পরের থেকে এত কম চা উৎপন্ন হয়নি।
সেইবার চা বাগানে ধর্মঘট ছিল সেই জন্য চা উৎপাদনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। প্রসঙ্গত ২০২৩ সালে দার্জিলিং চা এর উৎপাদনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। উল্লেখ্য বেশ কিছু চা বাগান বর্তমানে বন্ধ এছাড়া পর্যাপ্ত পরিমাণে চা শ্রমিকের অভাব ,সর্বোপরি আবহাওয়ার খামখেয়ালী সব মিলিয়ে চা উৎপাদনে ভাটা পড়েছে।
দার্জিলিংয়ের চা যত পরিমাণ উৎপন্ন হয় তার মাত্র কুড়ি শতাংশ নিলামে যায়। আর বেশিরভাগ চা ব্যক্তিগতভাবে বিক্রি হয়। একে উৎপাদন কমে গেছে অপরদিকে বাজারে চায়ের গড় নিলাম দর অনেকটাই নিম্নমুখী হয়েছে।