নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: সোমবার ৫,জুন :: সোমবার বিশ্ব পরিবেশ দিবস।পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের গ্রীন ট্রাভেলার্স নামে একটি স্বেচ্ছা সেবী সংস্থা ।
গতকাল অর্থাৎ রবিবার গাছ লাগান গাছ বাঁচান এই বার্তা নিয়ে কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চলে সাইকেল চালিয়ে পরিক্রমা করে সংস্থার কর্মকর্তারা, প্রায় ষাট কিলোমিটার পথ ছিল বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাঁচই জুন অর্থাৎ সোমবার বিশ্ব পরিবেশ দিবসের দিন সকালে ১০০ টি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দিনটি পালন করল কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স ।
এই বিষয় নিয়ে কোলাঘাট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য বলেন আমরা এক হাজার গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছি, পাশাপাশি সাধারণ মানুষকে আমাদের তরফ থেকেই বার্তা দেওয়া হচ্ছে আগামী দিনে যাতে গাছ লাগানো হয় এবং যাতে গাছ কাটার বিষয় নিয়ে সাধারণ অন্যান্য মানুষদের সচেতন করা হয় ।
অন্য দিকে কোলাঘাট গ্রীন ট্রাভেলার্সের সদস্য রাজু বেরা জানিয়েছেন পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে গাছ লাগানোর বার্তা দেওয়ার পাশাপাশি এটাও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে অনিয়মের যেসব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাতে গাছ লাগানো টা অত্যন্ত জরুরি।