বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ২৪,আগস্ট :: রাজযোগিনী দাদি প্রকাশমনিজির ১৮ তম আরোহন দিবস উপলক্ষে সারা বিশ্বের সমস্ত ব্রহ্মাকুমারী সেন্টারে একযোগ যে মেগা রক্তদান শিবিরের আয়োজন চলছে তাতে

জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সেন্টারও আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিনের এই রক্তদান শিবিরে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে রক্তদানে এগিয়ে এলেন বিভিন্ন স্তরের মানুষজনেরা। জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার প্রদীপ প্রজ্জলন করে এই মহৎ অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ময়নাগুড়ি রামমোহন রায় ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে বিভিন্ন জেলা সহ জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের বহু মানুষ উপস্থিত হন।.

এদিনের এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন লায়নস ক্লাব সেবা।তাদের এই সহযোগিতা এবং এদিনের এই রক্তদান শিবিরে বহু ভাই বোনেদের উপস্থিতির জন্য জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারের সেন্টার ইনচার্জ নিতু দিদি ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =