নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৭,জুন :: বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান। সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ, এবং সেকেন্ড অফিসার টিংকু কুন্ডু। এছাড়া, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এই আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদক সেবনের শারীরিক এবং পারিবারিক ক্ষতির দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। কীভাবে মাদকের ভয়াল থাবা একটি পরিবারকে ধ্বংস করতে পারে এবং এই আসক্তি থেকে বেরিয়ে আসার উপায়গুলো কী, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়।
কেবল মাদক নয়, বাল্যবিবাহ, শিশুশ্রম, মানব পাচার এবং সমাজের অন্যান্য ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।