বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল ও তৃনমুলের শ্রমিক  সংগঠন  ।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৫,আগস্ট :: বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল ও তৃনমুলের শ্রমিক  সংগঠন  । শিলিগুড়ির রাজপথে নেমে হাতজোড় করে শিলিগুড়ি পুরনিগমের মেয়র খোদ দোকানদারের কাছে আবেদন করলেন দোকান খোলার জন্য।

কার্যত কয়েকদিন আগে মুখ থেতলানো অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে শিলিগুড়ির মাটিগাড়ায়। স্কুল ড্রেস পরা অবস্থাতেই খুন করা হয় এক নাবালিকা কিশোরীকে। তারই প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল শহর। একের পর এক পথ অবরোধ, বিক্ষোভ, থানা ঘেরাও ঘটেই চলেছে।

এরই মাঝে গতকাল বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করে ধর্মঘটের। আজ ১২ ঘন্টা বনধ ডাকা হয়। খুনের ঘটনায় দোষীর ফাঁসি এবং কঠোর শাস্তির দাবিতেই মূলত আজকের এই বনধ। সকাল থেকে বনধের মিশ্র প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতে। যান চলাচল করেছে তবে স্বাভাবিক দিনের তুলনায় কম। এবং দোকান পাটও খোলেনি।

অন্যদিকে বনধের বিরোধিতায় রাস্তায় নামে তৃণমূল ও তৃনমুল্রর শ্রমিক  সংগঠন । রাস্তায় নামেন স্বয়ং শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সহ এমআইসি সদস্যরা। শহরের সেবক রোড,হিলকার্ট রোড ঘুরে ঘুরে দোকানদারদের আর্জি জানান দোকান খোলার। কিন্তু দোকান খোলেনি। বরং বন্ধই করে রেখেছে।

অন্যদিকে আজকে যারা এই ১২ ঘন্টা শিলিগুড়ি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন, তাদেরই দেখা পাওয়া গেল না সকাল থেকে। এবং সকাল ১০টায় যে মৌন মিছিল করার কথা ছিল তাও করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =