নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৭, ডিসেম্বর :: বাংলাদেশে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড-সহ একাধিক ঘটনায় হিন্দুদের উপর নির্যাতন, মঠ-মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দোকান-বাড়ি লুটপাটের অভিযোগে পূর্ব বর্ধমানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী-সমর্থকেরা জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভ কর্মসূচির শেষে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক চন্দন কাইতী অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান তদারকি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। তাঁর দাবি, নারীদের উপর নির্যাতনের ঘটনাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দেশে জঙ্গি ও উগ্রপন্থী শক্তির প্রভাব বাড়ছে।
চন্দন কাইতী আরও অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বর্তমান তদারকি সরকার উগ্রপন্থী শক্তিকে মদত দিচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে বলে তিনি জানান।

