বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে পিছিয়ে আসেনি পূর্ব বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী জগন্নাথ মুদি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে পিছিয়ে আসেনি পূর্ব বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী জগন্নাথ মুদি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বেডেই তিন ঘণ্টা ধরে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল সে।

জগন্নাথের বাড়ি জামালপুর ব্লকের পর্বতপুরে। তার বাবা হারু মুদি জানান, মঙ্গলবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খেলতে গিয়েছিল সে। বাড়ি ফেরার সময় সাইকেলের পিছনের চাকায় বিষধর চন্দ্রবোরা সাপ জড়িয়ে পড়ে। সাইকেল থেকে নামার সময় আচমকাই পায়ে ছোবল দেয় সাপটি। দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তৎপরতায় তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং বুধবার হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার সুযোগ পায় জগন্নাথ। তার এই লড়াই ও জেদের প্রশংসা করেছে পরিবারসহ সকলেই। পরিবার ধন্যবাদ জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে। আপাতত সুস্থ রয়েছে জগন্নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =