নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৮,আগস্ট :: ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বেগুন বাড়ি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ পাল বয়স আনুমানিক(২৫)বছর। পরিবারের রয়েছে স্বামী সুরেন্দ্র পাল , এক মেয়ে ও এক ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ ঐ গৃহবধুর পায়ে একটি বিষধর সাপ কামড় মারে গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষধর সাপটিকে কৌটার মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগ গতকাল রাতে সময় মতো ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরেই চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে। পরিবারের অভিযোগ বিনা চিকিৎসাতে তাদের এই রোগী মারা গেল।
তাদের আরো অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা। এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।