বিষাক্ত সাপের কামড়ে গুরুতর অসুস্থ হলো এক যুবক বিষাক্ত সাপটিকে ধরে হাসপাতালে নিয়ে এলো অসুস্থ যুবক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: বুধবার রাতে বাড়িতে মশারী টাঙ্গানোর সময় বিষাক্ত কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক যুবক।

এরপর ওই বিষাক্ত কেউটে সাপটিকে ধরে গুরুতর জখম অবস্থায় ওই যুবক উপস্থিত হয় ক্যানিং মহাকুমার হাসপাতালে। অবশ্য সাপটিকে তৎক্ষণাৎ যুবককে কামড়ানোর সাথে সাথে যুবকের পরিবারের লোকজনেরা সাপটিকে মেরে ফেলে।

বিষাক্ত সাপ নিয়ে হাসপাতালে উপস্থিত হতেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা চমকে ওঠে এবং হাসপাতালে থাকা অন্যান্য রোগীরা। এরপর সাপটিকে দেখে একটি শুরু করে হাসপাতালে চিকিৎসা করা। এমনই ঘটনা ঘটেছে বুধবার রাতে ক্যানিংয়ের কুমড়ো খালি গ্রামে।

গুরুতর অসুস্থ ওই যুবকের নাম পালান সরদার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতনই রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমানোর জন্য মশারি টানাচ্ছিল পালন সেই সময় অসতর্কভাবে বিষাক্ত কেউটে সাপটি কামড় দেয় পালানের পায়ে।

সাপের কামড়ে চিৎকার শুরু করে পালান পরিবারের সদস্যরা তড়িঘড়ি পালানের ঘরে ছুটে এসে বিষাক্ত সাপটিকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ মেরে ফেলে মৃত ওই সাপটিকে সঙ্গে নিয়ে এবং পালানকে সঙ্গে নিয়ে পালানের পরিবারের লোকজন উপস্থিত হয় ক্যানিং মহাকুমার হাসপাতালে।

ক্যানিং মহাকুমার হাসপাতালে পালান সহ বিষাক্ত ওই কেউটে সাপটিকে নিয়ে আসে পরিবারের লোকজনেরা। সাপটিকে দেখে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করে। অনেক সময় বিষাক্ত কি সাপ কামড়েছে সেই সাপটির সনাক্ত না করলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হয় চিকিৎসকদের। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। প্রাথমিকভাবে ওই যুবককে দশটি এভিএস দেয়া হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

বর্তমানে বিপদ মুক্ত রয়েছে ওই যুবক। এ বিষয়ে ক্যানিং মহাকুমার হাসপাতালে চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় জানান, বাচ্চা কেউটে সব বলে ভয়ের কোন কারণ নেই এই বিষয়টি ভাবা অনেক ভুল বাচ্চা কাউকে সাপের ও যেমন বিষ থাকে তেমনি বড় কেউটে সাপের ক্ষেত্রেও একই বিষ থাকে।

১৫ মিলিগ্রাম একটি পূর্ণ মানুষকে মারার জন্য যথেষ্ট। একটি পূর্ণ কেউটে সাপের বিষ থলিতে আড়াইশো থেকে চারশো মিলিগ্রাম বিষ থাকতে পারে। একটি বাচ্চা কেউটে সাপ অন্য বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে।

এই যুবককে একটি বাচ্চা কেউটে সাপ কামড়েছে যার বিষ থলিতে দেড়শ মিলিগ্রাম বিষ থাকলেও থাকতে পারে। এখন এই যুবক সুস্থ রয়েছে। বিপদ মুক্ত রয়েছে ভয়ের কোন কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =