সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর(দঃ২৪ পরগনা ) :: শনিবার ২০,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড়কাছারী মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পুর্ন ভাবে পুড়ে হয়ে যায় প্রায় ৮০ থেকে ৯০ টি দোকান। শনিবার সেই ঘটনাস্থল পরিদর্শন করতে হাজির হন আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
দোকানদারদের সাথে কথা বলেন নওশাদ । ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকারকে কোন গুরুত্ব না দিয়ে নওশাদ তাদেরকেই বলেন , আমি এখানে রাজনীতি করতে আসিনি রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলব।
কথা বলার পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বারও দেন। তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নওশাদ সিদ্দিকী।