নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধলাই :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। জলই জীবন—এই বাস্তবতাকে সামনে রেখেও দীর্ঘদিন ধরে এই গ্রামে নিরাপদ পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি।
ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ একটি ছোট নালার নোংরা জল পান করেই দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নালার জলই গ্রামবাসীদের একমাত্র ভরসা। একই জলে কাপড় ধোয়া, বাসন পরিষ্কার থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ সারতে হচ্ছে। এমনকি সেই জলই পান করতেও বাধ্য হচ্ছেন অনেক পরিবার।
এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় আতঙ্কিত এলাকাবাসী।
এলাকাবাসীর একটাই দাবি—অতিসত্ত্বর বিষ্ণুপুর গ্রামে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হোক। জলই জীবন—এই মৌলিক অধিকার থেকে যেন আর কোনো মানুষ বঞ্চিত না থাকে, সেই আশাতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষ্ণুপুর গ্রামের জনগণ।

