নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার বিষ্ণুপুর থানা ঘেরাও করে রীতিমত বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা সর্মথকরা । বিজেপির দাবি গতকাল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা যেভাবে বিজেপি মহিলা ও পুরুষ বিধায়কদের উপর আক্রমণ করেছে | তার প্রতিবাদে থানা ঘেরাও করে এই বিক্ষোভ । এদিনের এই বিক্ষোভে প্রায় ১০০জন বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন ।
প্রথমে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে তারা বিষ্ণুপুর থানার সামনে উপস্থিত হন এবং সেখানেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা । উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সহ অন্যান্য জেলার শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বরা ।সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের মারধরের প্রতিবাদে এবং বিজেপির পাঁচজন বিধায়ককে বেআইনিভাবে এক বছরের জন্য সাসপেন্ড করেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন , বাগটুই কাণ্ড বিষয় নিয়ে প্রস্তাব তোলার জন্য এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাওয়ার জন্য স্পিকারের কাছে দাবি করা হলে তাদের বিধায়কদের মারধর করা হয় |
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি ।