নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: বুধবার ১৪,জানুয়ারি :: বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিষ্ণুপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মোট ১২০ টি ইভেন্ট রাখা হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। মোট ৩০০ র অধিক ছাত্র-ছাত্রী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য এন্ড্রয়েড এর যুগে ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে বিরত রেখে খেলার মাঠমুখী করার।
বর্তমান সময়ে খেলাধুলা ছাত্র-ছাত্রীরা ভুলেই গেছে প্রায়, তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শরীরচর্চার কথা মাথায় রেখে মাঠমুখী করার জন্য বিষ্ণুপুর পাবলিক স্কুলের এই উদ্যোগ।
এদিনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া বেলুড় মঠের মহারাজ আত্মাভুতানন্দ জি মহারাজ, নিখিল বঙ্গ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর প্রাক্তন অধ্যক্ষ হীরালাল অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা মার্চ পাস্ট, মশাল দৌড়, ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
তারপরেই শুরু হয় ১২০ টি ইভেন্টের খেলা ১০০ মিটার দৌড়, ৭৫ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, ২৫ মিটার দৌড়, মাঙ্কি দৌড়, জিমনাসটিক হাইজাম্প লং জাম্প , জিলাপি দৌড় জ্যাভলিন থ্র, ইত্যাদি।
খেলা শেষে প্রত্যেকটা ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেয়া হয় সুদৃশ্য ট্রফি

