নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: এক ঝলক দেখলে মনে হবে এই ছবি কোন ভাগাড় কিম্বা নোংরা আবর্জনা ফেলার ভ্যাট। চারদিকে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে কুকুর, শূকর থেকে কাকেদের দল। কিন্তু এই ছবি আসলে কোন ভাগাড় বা ভ্যাটের নয়। বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গের সামনে যত্রতত্র ছড়ানো আছে হাসপাতালেরে ব্যবহৃত জিনিসপত্র।
ফলে খাবারের লোভে প্রতিদিন ঐ জায়গায় জড়ো হচ্ছে কুকুর, শূকর থেকে কাকেদের দল। ফলে চরম আতঙ্কে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় থেকে স্থানীয় মানুষজন। তাদের দাবি এখানে মানুষ সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান। আর অস্বাস্থ্যকর পরিবেশের কবলে পড়ে সুস্থ হয়ে ওঠার জায়গায় মানুষ আরো বেশী অসুস্থ হয়ে পড়বেন। এই অবস্থায় দ্রুত ঐ জঞ্জাল পরিস্কারের দাবি তারা তুলছেন।