নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জামুদাহ চক কৃষ্ণপুর গ্রামে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির লোক বকাবকি করাতে বিষ খেয়ে আত্মঘাতী এবছরের এক মাধ্যমিক পরীক্ষার্থী।
বিষ খাওয়ার কথা বাড়ির লোক জানতে পেরে শনিবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তরিঘরি তাকে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে ।মৃতের নাম মনীষা ঘোষ বয়স ১৬ বছর।সে চক্ষনজাদি হাইস্কুল থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিতো বলে জানা গেছে।
মৃতের বাবা উত্তম কুমার ঘোষ জানান পড়াশোনা না করার জন্য তাকে বকাবকি করা হয়, আর তারপরেই সে শনিবার সকালে বিষ পান করে ফেলে।