বিষ মদ কান্ডে ফের ২জনার মৃত‍্যু হলো শনিবার বর্ধমানে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বিষ মদ কান্ডে ফের ২জনার মৃত‍্যু হলো শনিবার বর্ধমানে ।

তাদের নাম ভবানি প্রসাদ সাই ,অন‍্যজনা শম্ভু শর্মা। মোট এই নিয়ে ৬জনার মৃত‍্যু হলো বিষ মদ কান্ডে ।

এদিকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে জেলা আবগারী দফতর ও জেলা পুলিশের যৌথ অভিযানে এদিন বেশ কয়েকজনকে গ্ৰেফতার করা হয়েছে তাদেরকে বর্ধমান জেলা আদালতেও পেশ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =