নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৬,নভেম্বর :: গতকাল রাত একটা নাগাদ আড়িয়াদহ ফিডা রোড মৌসুমী মোড় এলাকায়, কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য একটি শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রা থেকেই নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয় এরই প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয় ষাট ঊর্ধ এক বৃদ্ধ এবং তার পরিবারকে।

স্থানীয়দের অভিযোগ এই ঘটনা প্রতিবাদ করায় যখন উত্তেজনা সৃষ্টি হয় তখন স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করলে তারা যখন ঘটনা ফলে আসে এই পুরো বিষয়ে তাদেরকেও বেগ পেতে হয় এবং স্থানীয়তে আরো অভিযোগ ওই দুষ্কৃতীদের হাতে পুলিশরা ও আক্রান্ত হয়েছে।