সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ২১,সেপ্টেম্বর :: ঠাকুর বিসর্জন করতে গিয়ে ভাটার টানে নদীতে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের কাছে হুগলি নদীতে। বছর চব্বিশের নিখোঁজ যুবকের নাম পাপ্পু ওরফে কৃষাণ সাহু। তার বাড়ি কাঁকিনাড়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাপ্পু ওরফে কৃষাণ গত কয়েক মাস ধরে ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারে একটি বরফ কারখানায় শ্রমিকের কাজ করছিল। ওই কারখানায় যথারীতি বিশ্বকর্মা পুজো হয়েছিল। সেখানকার অন্যান্য শ্রমিকদের সঙ্গে ঠাকুর বিসর্জন করতে গিয়েছিল পাপ্পু’ও। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে বিসর্জন করতে হয়।
কিন্তু বিসর্জনের পর সকলে উঠে এলেও পাড়ে পাপ্পুর জুতো পড়ে থাকতে দেখে বাকিদের সন্দেহ হয়।এরপর ওই যুবকের খোঁজ শুরু হয়। চারিদিকে খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান মেলেনি।
ঘটনার খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবকের খোঁজে লঞ্চে করে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নামানো হয়েছে সিভিল ডিফেন্সের ডুবুরি। কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওই যুবক ও তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় নদীতে নামায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান।