নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: আছড়া পঞ্চায়েতের অন্তর্গত দেশবন্ধু পার্ক এলাকায় সালানপুর পঞ্চায়েত সমিতির বিসিডাবলু ফান্ড থেকে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে ৫০০ফুট লম্বা ও ১২ফুট চওড়া ঢালাই রাস্তার কাজের ফিতে কেটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করলেন
পঞ্চায়েত সমিতির সালানপুর সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান এই এলাকার মানুষের বহু দিনের চাহিদা ছিলো এই রাস্তার,তাই বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আজ রাস্তার কাজের শিল্যানাস করা হলো।