বিসিসিআই-এর অন্তর্বর্তী সভাপতি হলেন রাজীব শুক্লা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক  :: শুক্রবার ২৯,আগস্ট :: ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা (বিসিসিআই)-এর অন্তর্বর্তীকালীন সভাপতি পদে দায়িত্বভার পেলেন রাজীব শুক্লা। মঙ্গলবার রাতে বোর্ডের শীর্ষ মহলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশাসনিক নানা জটিলতার মধ্যে দিয়ে যাওয়ার সময়ে রাজীব শুক্লার হাতে বোর্ডের নেতৃত্বভার অর্পণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ক্রিকেট মহলের অনেকেই।বর্তমানে তিনি বিসিসিআই-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার অন্তর্বর্তী সভাপতির পদে বসে বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত ও কার্যক্রমে নেতৃত্ব দেবেন তিনি।

রাজনৈতিক মহলেও পরিচিত মুখ রাজীব শুক্লা বহু বছর ধরে ক্রিকেট প্রশাসনে যুক্ত। আইপিএল পরিচালনা থেকে শুরু করে বোর্ডের নানা গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ফলে এই দায়িত্ব তিনি সফলভাবে সামলাতে পারবেন বলে আশাবাদী বিসিসিআই কর্তারা।

এক বোর্ড আধিকারিক জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ নেতৃত্ব খুবই জরুরি ছিল। রাজীবজী সেই দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারবেন।”

আগামী কয়েক মাসের মধ্যেই বিসিসিআই-এর পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ততদিন পর্যন্ত বোর্ডের অন্তর্বর্তী সভাপতি হিসেবেই কাজ করবেন রাজীব শুক্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eighteen =