বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা , উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ঢোলাহাট :: সোমবার ৩১,জুলাই :: বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। শোনা যায় পরপর বোমা ফাটার বিকট শব্দ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে যায় বাড়ির ছাউনির বেশ কিছুটা অংশ। এমনকি বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ছিটকে বাইরে এসে পড়ে।

এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামে।ওই গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামের বাসিন্দা আসাদুল খাঁর বাড়িতেই বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে। ঘটনার সময় আসাদুল খাঁ বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির ভিতরে বোমা কীভাবে এল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে আসাদুল পলাতক।

তার খোঁজ শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আসাদুল । একটি ফাঁকা মাঠের মধ্যে বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কথায়, “পরপর অন্তত ১০টি বোমা বিস্ফোরণ ঘটে।”

আসাদুল তাঁর বাড়িতে বেআইনিভাবে বোমা মজুত করে রেখেছিলেন বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ। কিন্তু তিনি কেন বাড়িতে বোমা মজুত রেখেছিলেন বা এখনও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতক আসাদুল খাঁয়ের খোঁজেও তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nine =