নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: দীপাবলির ঠিক আগেই বাজি বিস্ফোরণের কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। বিস্ফোরণে মহিলা সহ এক শিশুর মৃত্যু হলেও আহত হয়েছেন আরও মহিলা সহ বেশ কয়েকজন। গুরুতর জখমদের উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
মঙ্গলবার সকাল দশটা নাগাদ পশ্চিম পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে হাজির হয়েছে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বাড়িটি দড়ি দিয়ে শীল করা হয়েছে। বাজি বিস্ফোরণের নাকি পেছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
সূএের খবর, দীপাবলির আগে বাইরে থেকে বাজি নিয়েএসে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি৷ মঙ্গলবার সকালে নতুন করে বাজি বাঁধাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বাড়িতে থাকা এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে বাড়িতে থাকা মহিলা সহ বেশ কয়েক জন গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার পুলিশ আধিকারীকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃতরা হল মহিলা সরনাময়ী ভক্তা ও সন্তু সামন্ত!