নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: সোমবার ১৪,এপ্রিল :: বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড় খন্ড থেকে লোক ঢুকিয়ে মুশির্দাবাদ ঠান্ডা করে দেওয়ার হুমকি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার প্রশ্ন সীমান্ত রক্ষী বাহিনী কি হাতে চুড়ি পরে আছে ?? লাঠি দিয়ে পাথর নামাচ্ছে ??
রাজ্যের ৯ টা জেলার বর্ডার এলাকার অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী দাংগা বাধাচ্ছেন। হিন্দুদের নিধনের চেস্টা করছেন। রাজ্যপালের ভুমিকা কিছু দেখতে পাচ্ছিনা । যা করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী করছেন। প্রশাসন চুপ করে আছে।