নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ১৫,নভেম্বর :: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জোটের জয়ের সাফল্যকে স্বাগত জানিয়ে হুগলি জেলাজুড়ে দেখা গেল উচ্ছ্বাসের ঢেউ। সেই আনন্দেই হুগলি জেলা বিজেপি কার্যালয় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এক উল্লাস মিছিল বের হয়।
ব্যান্ড পার্টির সুরে পতাকা-ঢোল-ডাঁসা হাতে মিছিলে যোগ দেন দলীয় নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। পুরো রাস্তা জুড়ে ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’—সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পরিবেশ। পথচলতি মানুষের একাংশও দাঁড়িয়ে এই বিজয় মিছিল উপভোগ করেন।
নেতৃমণ্ডলীর দাবি, বিহারের এই ফলাফল জাতীয় স্তরে বিজেপির গ্রহণযোগ্যতা আরও একবার প্রমাণ করল। উচ্ছ্বাসের মধ্যেই দলের কর্মীরা আগামী দিনে বাংলায় সংগঠন আরও শক্তিশালী করার বার্তাও দেন।

