বিহারে জোট বজায় রাখতে কংগ্রেসের আত্মত্যাগ ?

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: পাটনা :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: বিহারে মহাগঠবন্ধনকে টিকিয়ে রাখতে কংগ্রেস যেন কৌশলগতভাবে পিছু হটছে—এমনটাই রাজনৈতিক মহলের বিশ্লেষণ। জেডিইউ–আরজেডি জোটে ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যেই কংগ্রেস নেতৃত্ব জোটের ঐক্য রক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানা গেছে।

সূত্রের খবর, কয়েকটি আসন ও নেতৃত্বের দাবিতে আপাত আপসের পথেই হাঁটছে কংগ্রেস। রাজ্যের রাজনীতি পর্যবেক্ষকদের মতে, বিহারের রাজনৈতিক সমীকরণে আরজেডি ও জেডিইউ–এর মধ্যে ভারসাম্য রাখতে কংগ্রেস এখন “শান্তিপ্রিয় সহযোগী”র ভূমিকা নিচ্ছে।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, “আমাদের লক্ষ্য বিজেপিকে আটকানো, এজন্য কিছু আত্মত্যাগ করতে হলেও আমরা প্রস্তুত।” যদিও বিরোধী শিবিরের অভ্যন্তরে গুঞ্জন—এই নরম মনোভাব কংগ্রেসের রাজনৈতিক প্রভাবকেই কমিয়ে দিচ্ছে।

রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা নির্বাচনের আগে জোটের ঐক্য বজায় রাখাই কংগ্রেসের প্রধান কৌশল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই আত্মত্যাগ কি দীর্ঘমেয়াদে দলকে শক্তিশালী করবে, না আরও দুর্বল করে তুলবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =