নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটনা :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী। শনিবার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন, ৭৫ লক্ষ মহিলাকে দেওয়া হবে বিশেষ আর্থিক সহায়তা, যার আওতায় প্রত্যেকে পাবেন ১৯ হাজার টাকা করে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই নতুন মাত্রা যোগ হয়েছে নির্বাচনী লড়াইয়ে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা—মহিলা ভোটব্যাঙ্ক টানতেই কি এমন ঘোষণা? বিরোধীরা একে নির্বাচনী প্রচারের কৌশল বলে সমালোচনা করছে।
তবে শাসকদলের দাবি, এই প্রকল্প কার্যকর হলে সরাসরি উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা, যা তাঁদের আত্মনির্ভর হওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক সহায়তা সরাসরি মহিলাদের হাতে পৌঁছালে তা তাঁদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচনের আগে এই ঘোষণা নিঃসন্দেহে ভোটারদের মনে এক বড় প্রভাব ফেলতে চলেছে।