বিহার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর, জানালেন ‘জন সুরাজ’ আন্দোলনই এখন মূল লক্ষ্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা :: বুধবার ১৫,অক্টোবর :: আগামী বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন না রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোর।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন— তাঁর লক্ষ্য ব্যক্তিগত জয় নয়, বরং ‘জন সুরাজ’ আন্দোলনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো।প্রশান্ত কিশোর বলেন, “আমি নিজে নির্বাচনে অংশ নেব না। কারণ আমি চাই, আমাদের আন্দোলন কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রচারণায় সীমাবদ্ধ না থেকে গোটা বিহারজুড়ে একটি বিকল্প রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলুক।”

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, ‘জন সুরাজ’ আন্দোলনের প্রতিষ্ঠাতা কিশোর এবার নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি জানান, দলের অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে— সংগঠনকে গঠনমূলকভাবে মজবুত করার সময় এসেছে, ব্যক্তিগত প্রার্থী হিসেবে ভোটে নামার নয়।

বিহারের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ বিহারের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নতুন বিকল্প শক্তির অভাব অনুভূত হচ্ছিল।

প্রশান্ত কিশোরের এই সিদ্ধান্তে তাঁর দলের সদস্য ও সমর্থকদের একাংশ স্বস্তি পেয়েছেন, কারণ এতে দলের উপর থেকে ব্যক্তিনির্ভরতা কমবে বলে মত তাঁদের।

প্রসঙ্গত, ‘জন সুরাজ’ আন্দোলন শুরু করেছিলেন প্রশান্ত কিশোর রাজ্যের গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, ও স্বাস্থ্যব্যবস্থার সংস্কারের দাবিতে। আগামী নির্বাচনে তাঁর নেতৃত্বে এই সংগঠন একাধিক আসনে প্রার্থী দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =