নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৪,ফেব্রুয়ারি :: উৎসবের আনন্দে মাতোয়ারা শহর শিলিগুড়ি। আজ সরস্বতী পুজো , সকাল থেকে উৎসবের মেজাজ শহর শিলিগুড়িতে। বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানের সার্বজনীন মাতৃ আরাধনা হচ্ছে। সরস্বতী মা হলেন বিদ্যার দেবী।
প্রতিবছরের মতো এ বছরও মহাসামরহে মা সরস্বতীর বন্দনায় মেতে উঠেছে শহর। এদিন সকালে শিলিগুড়ি গার্লস হাইস্কুলে দেখা গেল সেই চিত্র। গার্লস প্রাইমারি স্কুল ও গার্লস হাইস্কুলে মাতৃ আরাধনা করা হয়। এদিন সকালে দেখা যায় স্কুলের ছাত্রীরা মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন সাথে ওই স্কুলের শিক্ষিকারা অঞ্জলি দিচ্ছেন। মন্ডপ সজ্জা সুন্দর করে সাজানো হয়েছে, সুকুমার রায়ের বিখ্যাত লেখনি আবোল তাবোল এর ১০০ বছর পূর্তি । সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।