নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দলমোর :: বৃহস্পতিবার ১০,জুলাই :: এদিন সকালে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দলমোর চা বাগানের ১৪ নং সেকশনে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয় নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় সূত্র মারফত খবর , এদিন সকালে চা বাগানের ১৪ নং সেকশনে চিতাবাঘের দেহ দেখতে পান চা শ্রমিকরা। এরপর ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীদের। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে পৌঁছান বনবিভাগ এর বন কর্মীরা।চিতাবাঘের দেহ উদ্ধার করে বন কর্মীরা। তবে কি কারণে চিতা বাঘের মৃত্যু জানা যায়নি। দলগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার ধনঞ্জয় রায় এই বিষয় জানিয়েছেন। দলমোর চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের দেহ উদ্ধার হয়,দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

