নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: অল ইন্ডিয়া ব্রিক্স এন্ড টাইলস ম্যানুফ্যাকচার্স ফেডারেশনের পক্ষ থেকে বুধবার সিউড়িতে গণ ডেপুটেশন প্রদান করা হয় জেলাশাসকের নিকট।
এদিন বীরভূম জেলার অ্যাসোসিয়েশনের ডাকে ইটভাটার শ্রমিক ও মালিকগণ মিলিত ভাবে মিছিল করে জেলা শাসকের নিকট তাদের ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের পক্ষে।
এদিন জেলার সমস্ত ব্লক এলাকা থেকে মালিক ও শ্রমিকরা হাজির হয়েছিলেন স্মারকলিপি প্রদান করার জন্য। সংগঠনের একাধিক দাবি দাওয়ার মধ্যে ছিল জিএসটি ১৮ শতাংশ নেওয়া হচ্ছে তা প্রত্যাহার, শ্রমিকদের সুরক্ষা নীতি চালু করা, সরকারি মূল্যে কয়লা সরবরাহ করা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের নামে বেআইনি জুলুম বন্ধ করা ।