নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আহমদপুর :: শুক্রবার ১৪,মার্চ :: বীরভূমের আহমদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। পচা – বাসি খাবার রাখা , খাবারে ইন্ড্রাস্টিয়াল রং ব্যাবহার করার জন্য বেশ কয়েকজন দোকানিকে কান ধরে ওঠবস করানো হলো। বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের।
একটি বিরিয়ানির দোকানে সংরক্ষন করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হলো , পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টি ফেলানো হলো। বেশ কয়েকটি দোকানে থাকা বাসি সিঙারা , জিলাপিও ফেলে দেওয়া হলো। যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিন সময় দেওয়া হলো , নইলে ব্যাবস্থা নেওয়া হবে।