বীরভূমের ইলামবাজার ব্লকের দেলোড়া গ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি । পাশাপাশি লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হল আরো কয়েকটি বাড়ি । ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের দেলোড়া গ্রামে । স্থানীয় বাসিন্দারা জানান , গ্রামের বাসিন্দা শেখ হেরেসতুল্লার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লাগে । কয়েক মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে ।

ভয়াবহ আগুনের ফলে সামনাসামনি কেউ যেতে পারেনি । পাশাপাশি কয়েকটি বাড়িতে এই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত । খবর পেয়ে বোলপুর থেকে দমকলের ইঞ্জিন পৌঁছায় গ্রামে । দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে । হেরেসতুল্লার বাড়ি সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেলেও কোনো প্রাণ হানি হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =