নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বুধবার ২৫,সেপ্টেম্বর :: মঙ্গলবার রাতে নলহাটি থানার পুলিশ নলহাটি থানার অন্তর্গত কলেজ মোড় সংলগ্ন মধ্যমাঠ থেকে একটি অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ রফিক, ওরফে আপেল শেখ বাড়ি নলহাটি পৌরসভার অন্তর্গত ছায়া পল্লীতে।।
পরিবার সূত্রে জানা গেছে সোমবার থেকে নিখোঁজ ছিল মৃত ঐ যুবক। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ পাইনি। এদিন পুলিশ জানতে পারে এই মৃতদেহের খবর। ঘটনাস্থলে উপস্থিত হয় নলহাটি থানার পুলিশ, এবং উদ্ধার করে মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।