নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শুক্রবার ২৯,আগস্ট :: বীরভূমের মল্লারপুর -তারাপীঠ রাস্তার উপর মহুলা দীঘির পারে টোটোর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ।মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাস্থলে পমি লেট ও পথিক লেট নামক ২ জনের মৃত্যু হয়, ৪ জনকে গুরুতর অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করার একজনের মৃত্যু হয় বলে জানা যায়। বাকিদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।তবে পথিক লেটের জামাই কার্তিক লেট বর্ধমান মেডিকেল কলেজে এখনো চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানা যায়।
মৃত পথিক লেটের নাতির শারীরিক অবস্থার অবনতি বুঝে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায় ট্রাক্টর টি মল্লারপুর থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল এবং যাত্রী বোঝাই টোটো টি তারাপীঠ থেকে মল্লারপুরের দিকে আসছিল।আর ঠিক সেই সময়ই মল্লারপুর থানার অন্তর্গত মহুলা দিঘীরপাড়ে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।