নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: মেটেলা :: বৃহস্পতিবার ১৫,মে :: বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো ও চড়ক মেলা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে নিজস্ব ধারায়। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন ধরম পুজো এবং তারপর দিন চরক মেলা অনুষ্ঠিত হয় মেটেলা গ্রামে।
মেটেলা গ্রামে বারো মাসে তেরো পার্বণ হলেও ধর্মরাজ পূজা ও চড়ক মেলার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন। সারা রাত্রি ধরে চলে এই চড়ক মেলা। মেটেলার ধর্মরাজ পূজা এবং চড়ক মেলাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটে৷ সমগ্র স্থানটি মিলন মেলার রূপ নেয়৷