নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: সোমবার ১০,মার্চ :: বীরভূমের ম্যানেজার পাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন। বীরভূমের মহম্মদবাজার থানার ম্যানেজার পাড়ায় বাহা উৎসবকে কেন্দ্র করে পূজা পাঠ সহ সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা।
সামনেই দোল উৎসব। বাহা উৎসবের প্রাক্কালে পুজোর মধ্যে দিয়ে বাহা উৎসবের সূচনা হলো। সার্জম ও মাতকম গাছের নিচে এই পুজোর আয়োজন করা হয় এদিন। পুজো শেষে বিশেষ অতিথিদের বরণপর্ব করার পর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ম্যানেজার পাড়ায়।
আর সেখানেই উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন, বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরো অনেকেই।