নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: রবিবার ১০,ডিসেম্বর :: সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগের জনসচেতনতা মূলক কর্মসূচি আয়োজিত হল রাজনগরে ।রাজনগর বিডিও অফিসের তত্ত্বাবধানে এবং রাজনগর উচ্চ বিদ্যালয় এর পরিচালনায় রাজনগর স্টেট ব্যাংক সংলগ্ন স্থানে, জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজিত হয়।
২০২৩ এর ১লা অক্টোবরের মধ্যে কারো বয়স আঠারো বছর হয়ে থাকলে সে যেন ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়েই একটি পথ নাটিকার মাধ্যমে এই বার্তা দেওয়া হল । রাজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্তের লেখা এবং শিক্ষক সোমনাথ নন্দীর নির্দেশনায় এই পথনাটিকায় অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রীরা।
উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, শিক্ষক সোমনাথ নন্দী, প্রাক্তন প্রধান গাফফার খান, সমাজসেবী মহম্মদ শরীফ, প্রদীপ দে, পঞ্চায়েত সদস্য গৌতম সাহা সহ অন্যান্যরা।