নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: সোমবার ২৭,নভেম্বর :: সময় মত বেতন এবং পুরো এক মাসের বেতনের দাবিতে বীরভূমের রামপুরহাট পুরসভার সামনে অবস্থান করে বিক্ষোভ পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের । সোমবার রামপুরহাট পুরসভার মুল প্রবেশ পথ বন্ধ করে নিচে বসে বিক্ষোভ করতে দেখা গেলো রামপুরহাট পুরসভার সাফাইকর্মীদের ।
এই বিক্ষোভে প্রায় ৫০ জন সাফাইকর্মী উপস্থিত হন। তাদের অভিযোগ তারা যদি ৩০ দিন কাজ করে থাকেন তাদেরকে ২৬ দিনের টাকা দেওয়া হয় । মাস শেষ হয়ে গেলে সঠিক সময় বেতন দেওয়া হয়না। তারই দাবিতে অবস্থান বিক্ষোভ দেখান রামপুরহাট পুরসভার সাফাইকর্মীরা।
তার পর রামপুরহাট পুরসভার পৌরপিতা সোমেন ভকত আশ্বাস দেন তাদের সমস্ত বিষয়ে আলোচনায় করে সমস্যা মিটিয়ে ফেলবেন আরো জানান বেতন কম দেওয়া হয়েছে কিছু সাফাইকর্মীদের কারণ অনেকে অনুপস্থিত ছিলেন । অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হয় কিন্তু হটাৎ করে বেতন বাড়িয়ে দেওয়া যায়না । পৌরপিতা সোমেন ভকত এর কথা শুনে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেন ।