নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ী :: সোমবার ১১,আগস্ট :: বীরভূমের সিউড়ী তে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা। দিল্লি থেকে তিনজন সদস্য তারা এখানে আসেন । উপস্থিত ছিলেন বীরভূমের সেচ দপ্তরের আধিকারিকরা। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন ইরিগেশনের অফিসে বৈঠক করেন।সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, দেবাশীষ সেনগুপ্ত (রাজ্য) তিনি সাংবাদিক বৈঠকে বললেন প্রায় ৭২ বছরের পুরনো এই ব্রিজ সে কারণেই ব্রিজের এমন দশা হয়েছে। সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি বলেন এর সাথে বালিঘাট বা ওভারলোডের কোন সম্পর্ক নেই।
ওয়াটার কমিশনের আধিকারিকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন মন্তব্য করতে চাননি বলেন যা বলবেন চিফ ইঞ্জিনিয়ার বলবেন।