নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: শনিবার ২৩,মার্চ :: মাত্র এক টাকায় মিলছে দুপুরের পেট পুরে খাবার। দুঃস্থ, সাধু সন্তু, ও অসহায় মানুষদের কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ নেওয়া হল একান্ন পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলায়। উদ্যোক্তা পঞ্চায়েতের উপপ্রধান “টিম মামুন”।
বীরভূমের ৫১ পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় থাকেন অনেক সাধু সন্তু, দুস্থ ও অসহায় মানুষরা। এবার তাদের দুপুরের খাবারের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ।
এক টাকার মূল্যে এবার কঙ্কালীতলায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। উদ্যোক্তারা জানান, দুপুরে ভাত, ডাল, দুটো সবজি, কোনদিন মাছ অথবা ডিম, সঙ্গে থাকবে চাটনি মিষ্টি পাপড়।
অসহায় দুস্থ মানুষদের এক টাকায় পেট পুরে খাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পুরোহিতরা। খুশি সাধু সন্তু থেকে শুরু করে দুঃস্থ, অসহায় মানুষরাও