বীরভূমের সাঁইথিয়া বিধানসভার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর এ অনুষ্ঠিত হলো বিজয়ার সম্মেলনী সভা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: বীরভূমের সাঁইথিয়া বিধানসভার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর এ অনুষ্ঠিত হলো বিজয়ার সম্মেলনী সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়,বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব বর্গ।এই বিজয়া সম্মেলনীর সভা থেকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ কে তীব্র আক্রমণ করেন এই মঞ্চ থেকে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দলেরই কিছু লোককে তরমুজবাদি তৃণমূল বলে আক্রমণ করেন।

তিনি বলেন তরমুজের বাইরেরটা যেমন সবুজ কিন্তু তার ভিতরটা লাল অথবা গেরুয়া। সেই সমস্ত লোকজনরা লোক দেখানি তৃণমূল করে, কিন্তু ভিতর ভিতর তারা বিজেপি ও সিপিআইএমকে সমর্থন করে। সেই সমস্ত লোকজনের এই তৃণমূলের জায়গা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =