নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: শুক্রবার ২৯,আগস্ট :: বীরভূমের সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসা এক আদিবাসি মহিলার মৃত্যুর অভিযোগ। মৃতের নাম ঝুমা কোঁড়া।
গত ৪ দিন আগে বীরভূমের দুবরাজপুরের ইটভাঁটায় কাজ করার সময় পায়ে ইট পড়ে যায়। এরপর যন্ত্রনা বাড়ায় সে সিউড়ীতে বাড়ি ফিরে আসে।গতকাল তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে দুপুরে ভর্তি করা হয়। গতকাল থেকে সে ভাবে চিকিতসা হয়নি বলে অভিযোগ তার পরিবারের।
আজ সকালে একটি ইঞ্জেকশান দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ। হাসপাতালের সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত করা হবে , ময়না তদন্ত করা হবে দেহের।