নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল সিউড়ির পাথরচাপুরীতে একটি বেসরকারি ব্যাঙ্কে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার পাথরচাপুরী গ্রামে রয়েছে বন্ধন ব্যাঙ্কের শাখা। ব্যাঙ্ক কর্মীদের দাবি, শুক্রবার কাজ হওয়ার পর ব্যাঙ্ক বন্ধ করে চলে যান।ব্যাঙ্কে কোনো নাইটগার্ড নেই। আজ ব্যাঙ্কে এসে দেখেন দুটি গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন নথিপত্র এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। তারপরই নজরে আসে ১১ টি ট্যাবের মধ্যে ৯টি ট্যাব নেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।