নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: তৃণমূলের উপপ্রধানের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় রামপুরহাটের বর্ষার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে থেকেই মৃত উপপ্রধানের অনুগামীরা এলাকায় তাণ্ডব চালাতে থাকে বলে অভিযোগ।জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। আর সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে ১০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। গ্রামে যাতে আর নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্য চলছে পুলিশি টহল।
ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিআইডি ও ফরেন্সিক দল ৷ আরও দেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে দমকল কর্মীরা। এদিন সকাল থেকে আগুন নেভানোর পাশাপাশি চলছে উদ্ধারের কাজ ।