নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বৃহস্পতিবার ২১,মার্চ :: বীরভূমে জাল লটারি চক্রের হদিশ। নকল টিকিট ছাপিয়ে রাজ্য জুড়ে সেগুলি বিক্রি করা হতো। এরকম একটি চক্রের সন্ধান করল পুলিশ।
এর আগে একাধিকবার জাল লটারি বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে বীরভূমের বিভিন্ন প্রান্তে। এবার জাল লটারির তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে একটি বিশেষ অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ এবং উদ্ধার করা হয় বিপুল পরিমাণে জাল লটারি এবং প্রিন্ট করার মেশিন।
পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির মধ্যে জাল লটারি প্রিন্ট করা হতো। সেখানে গিয়ে পুলিশ দেখে যে ডিয়ার লটারি তৈরি করা হচ্ছে পুরোপুরি বেআইনি ভাবে। ঘটনাস্থল থেকে জালি লটারির টিকিট সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ ।
ধৃতদের মধ্যে চারজনের বাড়ি ঝাড়খণ্ডের কোন গ্রামে ও একজনের বাড়ি রামপুরহাট ।এই জাল লটারি চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।