নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শুক্রবার ১৬,মে :: একাংশের অভিযোগ, মমতার তৈরি কোর কমিটিকে ‘অপ্রাসঙ্গিক’ করে দিয়ে ‘অপারেশন বোলপুর’ চালাচ্ছেন অনুব্রত। দীর্ঘদিন ধরে হয় না কোর কমিটির বৈঠক।
এই কমিটির অন্যতম সদস্য কাজল শেখ দূরত্ব রেখে চলেছেন অনুব্রত মণ্ডলের কর্মসূচি থেকে। সে কারণে দুই দাপুটে নেতার দ্বন্দ্বে জেলা সভাপতির পদই তুলে দিল তৃণমূল।
উল্লেখ্য, ২০২২ সালে গোরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। সেই সময় তৃণমূল নেতা কাজল শেখকে রেখে বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা। কিন্তু দল জেলা সভাপতির পদ থেকে সরায়নি অনুব্রতকে।
পরে যখন তিনি জেল থেকে ছাড়া পান, আলাদা করে তাঁকে ওই পদে বসানোরও কোনও বিষয় ছিল না। দলনেত্রী মমতা বার বার কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখেই কেষ্টকে দল চালাতে হবে।
কিন্তু সেই নির্দেশ তোয়াক্কা না করে অনুব্রত কোর কমিটিকে এড়িয়ে একাই দলা চালিয়ে যাচ্ছিলেন বলে বিভিন্ন মহলের অভিযোগ।
জেলার সংগঠন দেখভালের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন। ন’সদস্যের ওই কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে জেলায় দলের চেয়ারপার্সন পদে এবারও রাখা হয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।