নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুজন ব্যক্তির। গুরুতরভাবে আহত হয়েছে আরো একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সকালে। নিজেদের বাড়িতেই কাজ করার সময় নির্মিয়মান একটি দেওয়াল হুড়মুরিয়ে ভেঙে পড়ে । দেওয়ালটি চাপা পড়ে যায় তিনজন ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ব্যক্তির, আহত হয়েছে একজন।
মৃত দুজন ব্যক্তির নাম রাম হাঁসদা (৩০) ও শিবসম্ভু মুর্মু (২৫)। সিউড়ি সদর হাসপাতালে শুক্রবার দিন ময়না তদন্ত করা হবে মৃত ওই দুজন ব্যক্তির। ঘটনাস্থল ও সিউড়ি সদর হাসপাতালে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সিউড়ি থানার পুলিশ।