নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: রবিবার ১৭,ডিসেম্বর :: বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামের স্বর্গীয় রাধারানী খাঁ ১০০ বছর ৬ মাস বয়সে মারা গেলেন।গত রাত্রি ১১ টার সময় এক পু্ত্র,বৌমা,এক নাতি, নাতবৌ ও এক পৈনাতি রেখে পাড়ি দিলেন না ফেরার দেশে।
