নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ১৪,ডিসেম্বর :: বীরভূম জেলায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রামপুরহাটের দোখলবাটী এলাকায় একটি সেতুর নিচ থেকে প্লাস্টিকের জারে ভরা একাধিক তাজা বোমা উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে রামপুরহাট ও মাড়গ্রাম থানার সীমান্তবর্তী দোখলবাটী মণ্ডলপাড়া মোড় সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি সেতুর নিচে রাখা প্লাস্টিকের জারের ভিতর থেকে আনুমানিক তিন থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়। তবে এই বোমাগুলি কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া বোমাগুলি কী উদ্দেশ্যে এবং কারা মজুদ করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গ্রাম্য মোড়ের মতো জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অনেকের মনেই প্রশ্ন উঠছে—এই বিপুল পরিমাণ বিস্ফোরক কি তবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মজুদ করা হচ্ছিল ? ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কি না, সে দিকটিও খতিয়ে দেখছে পুলিশ

